Site icon Jamuna Television

মীরাক্কেল: শ্রীলেখা আউট, পাওলি ইন

ছোট পর্দার বাংলা রিয়্যালিটি শোয়ে একের পর এক বড় পর্দার জনপ্রিয় মুখেরা! ‘মীরাক্কেল—আক্কেল চ্যালেঞ্জার’-এর নতুন সিজনে এবার বিচারকের আসনে দেখা যাবে রুদ্রনীল ঘোষ, পাওলি দাম ও সোহম চক্রবর্তীকে।

এক দশকেরও বেশি সময় ধরে চলা এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে সন্দেহ নেই। রুদ্রনীলের কথায়, অতিমারি তো দর্শকের মানসিকতায় আমূল পরিবর্তন এনেছে। কোন মাধ্যমে কাজ করছি, সেটা একেবারেই এখন গৌণ। পারফর্ম করাই আসল।

মীরাক্কেল-এর একেবারে শুরুর দিকের সিজনের সঙ্গে যুক্ত ছিলেন রুদ্রনীল। তিনি বলেন, এই শো অভিনয়-নির্ভর। আর শোয়ের সঙ্গে আমার আলাদা আবেগ জড়িয়ে। প্রতিযোগীদের গ্রুম করার কাজও করেছি এক সময়ে। বিচারকের আসনেও ছিলাম।

তবে নতুন বিচারক পাওলি এখনই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ, তিনি জানান, এখনই এ বিষয়ে কিছু বলতে পারবো না। শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন, চ্যানেলের নিষেধ রয়েছে। এখনই কিছু বলতে পারব না।

ইউএইচ/

Exit mobile version