Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে গুলিবিদ্ধ কৃষ্ণাঙ্গ জ্যাকবের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে গুলিবিদ্ধ কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হলো। খুলে দেয়া হয়েছে হাতকড়া।

আইনজীবীর দাবি, হাসপাতালে চিকিৎসাধীন জ্যাকবের নজরদারিতে থাকা পুলিশ সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে। গত রোববার উইসকনসিনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন জ্যাকব। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিভিন্ন শহর।

এদিকে, বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ে ঐতিহাসিক ‘আই হ্যাভ আ ড্রিম’ বক্তৃতার ৫৭ বর্ষপূর্তি উপলক্ষে ওয়াশিংটনে বিশাল সমাবেশে আংশ নেন হাজারো মার্কিনী। সেখানে, বর্ণবাদ বন্ধের জোরালো দাবি তোলা হয়।

Exit mobile version