Site icon Jamuna Television

বরিশালে বসতবাড়ি থেকে ৫টি ককটেল উদ্ধার

বরিশাল ব্যুরো:

বরিশালের গৌরনদী উপজেলায় একটি বসতবাড়ির মাটির নিচ থেকে ৫টি ককটেল উদ্ধার হয়েছে। মাটির নিচে পুঁতে রাখা ককটেলগুলো শনিবার দুপুরে উদ্ধার করে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল।

তবে এর সাথে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাসিন্দা সোবাহান মৃধার বসতবাড়ির পূর্ব দিকে টয়লেটের পাশে মাটির নিচে বোমা পুঁতে রাখা হয়েছে। বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করার জন্য শেখ হাসিনা সেনানিবাসের কাছে সহযোগিতা চায় পুলিশ।

এর প্রেক্ষিতে সেনাবাহিনীর ‘বোম ডিসপোজাল’ ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ওই এলাকায় অভিযান চালায়। মাটি খুঁড়ে দইয়ের হাড়িতে পুঁতে রাখা লাল টেপ মোড়ানো ৫টি ককটেল উদ্ধার হয়। পরে ককটেলগুলো নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের সদস্যরা।

Exit mobile version