Site icon Jamuna Television

প্রেমিকের আত্মহত্যার খবর শুনে অজ্ঞান গায়িকা, ভর্তি হাসপাতালে

প্রেমিকের আত্মহত্যার কথা শুনে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয় ইন্ডিয়ান আইডল সিজন ১০’র গায়িকা রেণু নাগরকে। খবর হিন্দুস্তান টাইমস’র।

জানা যায়, গত জুনে রাজস্থানের আলওয়ারের বাড়ি থেকে পালিয়ে যান রেণু ও তার প্রেমিক রবি। তারপর পুলিশের কাছে রেণুকে প্রতারণা করে রবি তার সাথে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
এরপর কিছুদিন আগে বাড়ি ফিরে আসে রেণু ও তার প্রেমিক।

এরপরই গত বুধবার রাতে নিজের বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন রবি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষক্রিয়ার কারণে রাত ১১ টা নাগাদ তাঁর মৃত্যু হয়। সেই খবর পেয়েই চেতনা হারান রেণু।

তারপর রেণুর অব্স্থা খারাপ হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

তবলা শেখার জন্য এক ওস্তাদের ক্লাসে পরিচয় হয় রেণু ও রবির। এরমধ্যে রবি আবার বিবাহিত এবং তার দুই সন্তানও আছে।

Exit mobile version