Site icon Jamuna Television

সমালোচনার মুখেও সামাজিক দূরত্বের বালাই নেই গেইলের

ইন্সটাগ্রামে ফ্যানদের উদ্দেশ্যে ছবি পোস্ট করার পরই সমালোচনার মুখে পড়েছেন ক্যারিবিয়ান তারকা ও কিংস এলিভেন পাঞ্জাবের হার্ডহিটার ক্রিস গেইল।

সম্প্রতি একটি ফটোশুট্যের ছবি পোস্ট করে গেইল লিখেন, ‘ক্রিস গেইল এখানে কি করছেন? আমি (গেইল): সে যা ইচ্ছে করছে তাই করছে! #কিংগেইল #ইউনিভার্সবস # ৪০শেডসঅবগেইল #মাইদুবাই

আর তার এই ছবির নিচে আইপিএল ফ্যানরা শুরু করেন তার সমালোচনা। করোনার কারণে যেখানে সামাজিক দুরত্ব মেনে স্বাস্থ্যবিধি অনুযায়ী থাকতে বলা হচ্ছে সেকানে গেইলের এমন আচরণ যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন আইপিএল ভক্তরা।

শুক্রবার চেন্নাই সুপার কিংসএর কিছু সদস্য করোনা পজেটিভ আসার পর এ নিয়ে সমালোচনা আরও হালে পানি পায়।

তবে ভক্তরা তাকে সমাজিক দুরত্ব মেনে নিরাপদে থাকতে বললেও তা যেন গায়েই মাখছেন না এই ক্যারিবিয়ান তারকা।

Exit mobile version