Site icon Jamuna Television

হোসেনী দালান ইমামবাড়া চত্বরেই তাজিয়া মিছিল

মহামারি করোনার কারণে এবার পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়া চত্বরেই আয়োজিত হয়েছে মহররমের তাজিয়া মিছিল। সীমিত পরিসরে আয়োজিত পবিত্র আশুরার এই আনুষ্ঠানিকতায় যোগ দেন রাজধানীর শিয়া সম্প্রদায়ের মানুষ।

শনিবার সন্ধ্যা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে হোসেনী দালান ইমামবাড়ায় জড় হন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। রাত দেড়টায় ইমামবাড়া চত্বরে বের করা হয় তাজিয়া মিছিল। কারবালা প্রান্তরের শোকাবহ ঘটনা স্মরণে মাতম করেন অংশগ্রহণকারীরা। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণকারীর সংখ্যা যেমন কম ছিল তেমনি প্রবেশপথে জীবাণুনাশকও ছিটানো হয়েছে।

এদিকে আশুরা ঘিরে হোসেনি দালানসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

Exit mobile version