Site icon Jamuna Television

কোরআন পোড়ানো নিয়ে উত্তপ্ত সুইডেন

কোরআন শরিফ পোড়ানোর জেরে ব্যাপক সহিংসতা হয়েছে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে। শুক্রবার রাতের ওই বিক্ষোভে অংশ নেয় তিন শতাধিক মানুষ। এসময় পুলিশ ও উদ্ধারকর্মীদের লক্ষ্য করে চলে জ্বালাও-পোড়াও আর ঢিল ছোঁড়ার ঘটনা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এর আগে বিকেলে অভিবাসী অধ্যুষিত একটি এলাকার কাছে কোরআন পোড়ায় একদল কট্টর ডানপন্থি। ঘটনাটির ভিডিও ধারণ করে অনলাইনেও প্রকাশ করা হয়। এ ঘটনায় ১৩ সন্দেহভাজনের মধ্যে পাঁচজনকে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে গ্রেফতারের কথা জানায় পুলিশ। যদিও পরে তাদের সবাইকেই ছেড়ে দেয়া হয়েছে।

Exit mobile version