Site icon Jamuna Television

মধুমতি নদীতে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীর কালনা ঘাট এলাকায় ইঞ্জিন চালিত নৌকা থেকে পড়ে নিখোঁজ পুলিশ সদস্য আবু মুসা রেজোয়ান-এর লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মইষা ঘাটা এলাকায় আজ রোববার সকালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়। তবে বাবার সাথে পানিতে পড়ে নিখোঁজ ৬ মাস বয়সের শিশু সন্তান আনাস-এর খোঁজ এখনও মেলিনি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশ তার স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

গত ২৮ আগস্ট সকাল থেকে দুর্ঘটনাস্থলকে কেন্দ্র করে নদীর দুই কিলোমিটার পর্যন্ত তল্লাশি কার্যক্রম চালায় ডুবুরীদল। কিন্তু, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ৬ মাস বয়সের শিশু সন্তানসহ পুলিশ সদস্য আবু মুসা রেজোয়ান ইঞ্জিন চালিত ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন।

Exit mobile version