Site icon Jamuna Television

চতুর্থ ধাপে লকডাউনের কড়াকড়ি প্রত্যাহারের ঘোষণা ভারতের

চতুর্থ ধাপে লকডাউনের কড়াকড়ি প্রত্যাহারের ঘোষণা দিলো ভারত সরকার। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষিত হয় এই বিধিমালা।

জানানো হয়, ৭ সেপ্টেম্বর থেকে ধাপে-ধাপে স্বাভাবিক হবে মেট্রো চলাচল। তবে, লোকাল ট্রেনযাত্রার ব্যাপারে এখনো নিশ্চুপ ভারতের কেন্দ্রীয় সরকার।

২১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় কাজ, খেলার জন্য সর্বোচ্চ ১০০ জন জমায়েত হতে পারবেন। সেপ্টেম্বরের শেষ নাগাদ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও; অনলাইন ক্লাস গ্রহণের জন্য সীমিত সংখ্যক শিক্ষকরা আসতে পারবেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে।

নীতিমালা শিথিল করা হলেও, কন্টেইনমেন্ট জোনের বাইরে লকডাউন ঘোষণার জন্য কেন্দ্রের অনুমতি নিতে হবে রাজ্য সরকারকে। বন্ধ থাকছে আন্তর্জাতিক বিমান চলাচল, সিনেমা হল, সুইমিং পুল এবং পার্ক।

ইউএইচ/

Exit mobile version