Site icon Jamuna Television

করোনার ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত দেশবাসীকে সুরক্ষিত থাকতেই হবে: প্রধানমন্ত্রী

যতদিন পর্যন্ত করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত না হচ্ছে ততদিন পর্যন্ত দেশবাসীকে সুরক্ষিত থাকতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহামারিতে সংক্রমণ ও মৃত্যুহার কমিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রোববার সকালে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, করোনাকালীন সরকারের প্রতিটা প্রতিষ্ঠানই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু সারাজীবন বাঙালি জাতির মুক্তির জন্য কাজ করে গেছেন; অথচ তাকেই সপরিবারে হত্যা করা হয়েছে। ১৫ আগস্টের কালোরাত কারবালার হত্যাকাণ্ডকে স্মরণ করিয়ে দেয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এদিক ওদিক থেকে কিছু লোক জোটে এবং দলের ভেতরে এসে তারা নানা রকম অঘটন ঘটায়, অপকর্ম করে, যার বোঝাটা দলকে বয়ে নিয়ে বেড়াতে হয়।

তিনি জানান, যে কারণে আমি বারবার শুরু থেকে আমাদের নেতাকর্মীদের হুশিয়ার করেছিলাম যে এই ধরনের যারা, বিশেষ করে মিলিটারি ডিক্টেটরদের হাতে তৈরি করা যে সমস্ত রাজনৈতিক দল, সেগুলো যারা করে এসেছে বা যুদ্ধাপরাধীদের সঙ্গে যারা ছিল, আমাদের দলে যেন তারা না আসে। এলে দলেরই ক্ষতি করে।

ইউএইচ/

Exit mobile version