Site icon Jamuna Television

সড়ক ও ফুটপাত উদ্ধারে ৭ সেপ্টেম্বর থেকে অভিযান: মেয়র আতিকুল

রাজধানীর বিভিন্ন সড়কে রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এসবের বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর থেকে অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রোববার সকালে রাজধানীর উত্তরায় বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে পরিছন্নতা, অবৈধ ফুটপাত দখলসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

পরবর্তীতে ম্যাজিস্ট্রেটদের নিয়ে অভিযানে নামা হবে জানিয়ে মেয়র বলেন, ১ অক্টোবর থেকে ঝুলন্ত তার অপসারণ অভিযান শুরু হবে। পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে কর পরিধি বাড়ানোর অভিযানও শুরু হবে।

ইউএইচ/

Exit mobile version