Site icon Jamuna Television

করোনার সকল পরীক্ষামূলক ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল হচ্ছে মেক্সিকোতে

বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে অনেকগুলো করোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে। এ সকল ভ্যাকসিনের তৃতীয় ও শেষ ধাপের হিউম্যান ট্রায়াল হবে মেক্সিকোতে। দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন মিললে, সেপ্টেম্বরেই শুরু হবে পাঁচ মাসব্যাপী কর্মসূচি। চলবে জানুয়ারি পর্যন্ত।

শনিবার এক ঘোষণায় মেক্সিকান মন্ত্রী মার্থা ডেলগাডো এসব তথ্য জানান। বিনামূল্যে মেক্সিকান নাগরিকদের করোনাভাইরাস প্রতিষেধক নেয়ার সুযোগ করে দিতে এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন তৈরি এবং তা হাতে পেতে বিভিন্ন দেশের প্রতিযোগিতার মধ্যে এ পদক্ষেপ মেক্সিকোতে ভ্যাকসিনের বিপণন নিশ্চিতে কাজে লাগবে।

চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ভ্যাকসিন গবেষণায় এগিয়ে থাকা প্রায় সব দেশের ট্রায়ালেই স্বেচ্ছায় অংশ নিচ্ছে মেক্সিকো। চূড়ান্ত অনুমোদন মিললে এসব ভ্যাকসিন নিজ দেশে উৎপাদনের পদক্ষেপও নেবে দেশটি।

ইউএইচ/

Exit mobile version