Site icon Jamuna Television

সেপটিক ট্যাংক থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়িতে এক প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচায় (২৩) এক নারীর গলাকাটা বস্তাবন্ধী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে গাজীপুরের মহানগরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকার প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ আসতে দেখে ভাড়াটিয়ারা বাড়ির মালিক প্রবাসী আনোয়ার হোসেনের পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন এসে ট্যাংক খুলে ভিতরে একটি বস্তা থেকে পুলিশে খবর দেয়। পুলিশ বস্তাটি উদ্ধার করে নারীর গলা কাটা লাশ উদ্ধার করে। পরে লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় ।

জিএমপি কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীর বিবস্ত্র অবস্থায় ছিল বলেও জানান ওই কর্মকর্তা ।

Exit mobile version