Site icon Jamuna Television

আসন্ন উপ-নির্বাচনগুলোতে বিএনপি’র অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানাই: তথ্যমন্ত্রী

আসন্ন উপ-নির্বাচনগুলোতে বিএনপি’র অংশগ্রহণ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এমন সিদ্ধান্তের জন্য বিএনপিকে ধন্যবাদও জানান তিনি।

রোববার সকালে প্রেসক্লাবে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

হাছান মাহমুদ আরও বলেন, নির্বাচনে আসলেও বিএনপি’কে সেটি সুষ্ঠু রাখার নিশ্চয়তা দিতে হবে। যেনো কোনোভাবে বিশৃঙ্খলা বা নির্বাচন বানচালের চেষ্টা করা না হয়।

১৫ আগস্টের কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব জিয়াউর রহমান। অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যার পর সবচেয়ে বড় সুবিধাভোগী ছিলো জিয়া ও তার পরিবার।

ইউএইচ/

Exit mobile version