Site icon Jamuna Television

আফগানিস্তানে বন্যায় মৃত ১৬০

আফগানিস্তানে বন্যায় মৃত ১৬০

আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির রাজধানী কাবুলের দক্ষিণে পারওয়ান প্রদেশে মৃত্যুর ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি ১১৬ জন; নিখোঁজ ১৫ জন। এছাড়া আহত হয়েছেন ১২০ জন। খবর- বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়া আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ৩০টি প্রদেশ। অবস্থা বেশি খারাপ দেশটির উত্তরাঞ্চলে। বন্যার কারণে ভেঙে পড়েছে অনেক ঘরবাড়ি। এছাড়া ক্ষতি হয়েছে কৃষক ও শ্রমিকদের। এমনিতেই তারা অর্থনৈতিক সংকটের মধ্যে ছিলেন করোনাভাইরাসের কারণে।

পারওয়ান প্রাদেশিক সরকারের মুখপাত্র ওয়াহিদা শাকর বলেন, উদ্ধারকারী বাহিনী বিপর্যস্ত এলাকায় এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং নিখোঁজদের খোঁজা হচ্ছে।

এদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজ চালিয়ে যাচ্ছে তারা।

Exit mobile version