
করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু ৭৭ বছর বয়সেও হার মানতে শেখেননি তিনি। কোভিড-১৯ কে হারিয়ে সুস্থ জীবনে ফিরেছেন অভিনেতা। ডাক্তারের পরামর্শ মেনে উপযুক্ত বিশ্রাম নিয়ে নিউ নর্মালে শুটিং জীবনে ফিরেছেন। সুরক্ষাবিধি মেনেই শুরু করেছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (KBC-12) শুটিং। শোয়ের নতুন ঝলকে জানালেন কামব্যাকের মন্ত্র। খবর- সংবাদ প্রতিদিন।
‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি মরশুম শাহরুখ খানের সঞ্চালনা করা। বাকি সব মরশুমেরই সঞ্চালনা করেছেন বিগ বি। ২০০০ সালে যখন সঞ্চালনা শুরু করেছিলেন, টেলিভিশন শোয়ের উপর ভিত্তি করেই নতুন করে বলিউডে নিজের উপস্থিতির জানান দিয়েছিলেন অভিনেতা।
রোববার টুইটারে শোয়ের প্রোমো শেয়ার করেছেন অমিতাভ। ভিডিওতে এক প্রতিযোগীর সঙ্গে দেখা যাচ্ছে তাকে। ১০০০ টাকা জিতেই প্রচণ্ড খুশি প্রতিযোগী। অবাক হয়ে অমিতাভ বচ্চন তার কাছে জানতে চান, মাত্র ১০০০ টাকায় কেন এত খুশি?
প্রতিযোগী জানান, আগের বার মাত্র ৫০০ টাকায় ব্যবসা শুরু করে ১০ কোটি টাকা আয় করেছিলেন। এবার তাই ১০০০ টাকা দিয়ে শুরু করে খুশি তিনি।
এরপরই অমিতাভ বচ্চন বলেন, জীবনে যাই হোক ’setback’-এর জবাব সবসময় ‘comeback’ দিয়েই দেওয়া উচিত।
Jo bhi ho, setback ka jawaab #ComeBack se do. #KBC12 shuru ho raha hai jald hi sirf Sony TV par. #KBC @SrBachchan @SPNStudioNEXT pic.twitter.com/VyyPSJlUib
— sonytv (@SonyTV) August 29, 2020
 
				
				
				
 
				
				
			


Leave a reply