Site icon Jamuna Television

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ১২ জন আহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। রোববার সকালে কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের ক্যাম্প সংলগ্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে মোহাম্মদ ইউছুফ ও ছলিম উল্লাহর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সংঘর্ষের পর অনেক রোহিঙ্গাকে দেখা গেছে অন্যত্র আশ্রয় নিতে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানায়, আধিপত্য বিস্তার নিয়ে মুন্না গ্রুপ ও আবুল কামাল গ্রুপের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে কয়েকদিন ধরে ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে। আজ উভয় গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।

পরে ক্যাম্প প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও গোলাগুলির কথা অস্বীকার করেছেন এপিবিএন পরিদর্শক সালেহ আহমদ।

Exit mobile version