Site icon Jamuna Television

মরগানের বিধ্বংসী ইনিংসে ইংল্যান্ডের জয়

পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক মরগানের বিধ্বংসী ইনিংস এনে দিয়েছে জয়। পাকিস্তানের দেয়া ১৯৬ রানের টার্গেট ৫ বল আর ৫ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ফখর জামান ও বাবর আজম ভালো শুরু এনে দেন পাকিস্তানকে। ৭২ রানের উদ্বোধনী জুটি ভাঙে ফখর ৩৬ রানে সাজঘরে ফিরলে। তবে ফিফটি তুলে নেন বাবর। অধিনায়কের ৫৬ আর মোহাম্মদ হাফিজের ৩৬ বলে ৬৯ রানের ইনিংসে ৪ উইকেটে ১৯৫ রানের বড় স্কোর গড়ে পাকিস্তান। জবাবে আক্রমণাত্মক ব্যাটিং করা ইংল্যান্ড ৬৬ রানে হারায় দুই ওপেনারকে। তবে তিন নম্বরে নামা দাউইল মালান আর অধিনায়ক মরগানের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। দুজনের ফিফটিতে ২০তম ওভারের প্রথম বলেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

Exit mobile version