Site icon Jamuna Television

বার্সেলোনা ‍ছাড়তে চাপ সৃষ্টি, নির্ধারিত করোনা টেস্টে যাননি মেসি

দল ছাড়ার জন্য বার্সেলোনার উপর চাপ সৃষ্টি করতে রোববার কাতালান জায়ান্টদের নির্ধারিত করোনা টেস্টে যাননি লিওনেল মেসি। তবে মেসিকে দুঃসংবাদ দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। তাদের মতে, এই মৌসুমে ফ্রি-তে বার্সা ছাড়ার সুযোগ নেই মেসির।

মৌসুম শেষে ১০ জুনের মধ্যে দল ছাড়ার ইচ্ছের কথা জানালে, ফ্রি’তে যেতে পারবেন- বার্সার সাথে এমন চুক্তিই ছিলো এলএম টেনের। কিন্তু করোনা মহামারির কারণে মৌসুম দেরিতে শেষ হওয়ায় এখনও চুক্তির সেই সুযোগ নিতে পারেন বলে দাবি মেসির।

পুরনো এই বিতর্কে নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রিতে ক্লাব ছাড়ার শর্তটি এখন কার্যকর নয়। তাই কোনো ক্লাব মেসি দলে ভেড়াতে চাইলে গুনতে হবে বাই-আউট ক্লজের পুরো অর্থ; অর্থাৎ ৭০০ মিলিয়ন ইউরো।

এদিকে, নতুন মৌসুমের জন্য আজ থেকে শুরু হওয়া বার্সেলোনার ক্যাম্পে যোগ দিচ্ছেন না মেসি। রোববার করোনা টেস্টের জন্য হাজিরা দেননি তিনি। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বলে দিচ্ছে, দল ছাড়তে প্রয়োজনে আইনি লড়াইয়ে নামবেন মেসি।

স্প্যানিশ গণমাধ্যমও বলছে, বার্সার নতুন কোচ কোম্যানের অধীনে অনুশীলন করবেন না বলে আগেই জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

Exit mobile version