Site icon Jamuna Television

স্বামীর নামে পাসপোর্ট করে প্রেমিক নিয়ে বিদেশভ্রমণ, করোনায় পড়লো ধরা

স্বামীর নামে পাসপোর্ট করে প্রেমিককে নিয়ে বিদেশ ভ্রমণ। করোনার কারণে বিদেশে আটকে পড়ায় ফাঁস হয়ে গেল দীর্ঘদিনের পরকীয়া। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের পিলভিট জেলায়। সংবাদ প্রতিদিন।

জানা যায়, উত্তর প্রদেশের পিলভিট জেলার ওই নারীর স্বামী কাজের সুবাদে গত ২০ বছর ধরে মুম্বাইয়ে থাকেন। সেই সুযোগেই এলাকার যুবক সন্দীপ সিংয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। মহিলার স্বামী যখন পিলভিটের বাড়িতে আসতেন, সেই সময় বাদে বাকি সময় মহিলার বাড়িতেই থাকতেন সন্দীপ।

গত জানুয়ারি মাসে স্বামীর নামে পাসপোর্ট তৈরি করান মহিলা। সেই পাসপোর্টেই প্রেমিককে নিয়ে ভ্রমণে যায় অস্ট্রেলিয়া। করোনার কারণে অস্ট্রেলিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলে প্রেমিকসহ অস্ট্রেলিয়ায় আটকে পড়েন ওই নারী।

এদিকে স্বামী লকডাউনের কারণে বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন বাড়ি খালি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন এলাকার সন্দীপও নিখোঁজ। আরও জানতে পারেন তারা বিদেশ ভ্রমণে গেছেন। এরপর স্বামী নিজে পাসপোর্ট করার জন্য স্থানীয় পাসপোর্ট অফিসে গিয়ে জানতে পারেন তার নামে গত জানুয়ারিতে পাসপোর্ট করা ইস্যু করা হয়েছে।

গত ২৪ আগস্ট ওই নারী প্রেমিকসহ দেশে ফিরেন। এরপর স্বামী তার স্ত্রীর নামে থানায় মামলা করেন।

Exit mobile version