Site icon Jamuna Television

তুরস্ক-পাকিস্তানের তৈরি আবাসনে স্থানান্তর হচ্ছে সিরিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবার

তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন ও পাকিস্তানের বাইতুস সালাম ওয়েলফেয়ার ট্রাস্ট নির্মিত নতুন আবাসন প্রকল্পে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে সিরিয়ার ইদলিবে গৃহযুদ্ধের শিকার হয়ে বাস্তুহারা মানুষদের। খবর তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ’র।

রিপোর্ট অনুযায়ী ইদলিবের দক্ষিণাঞ্চলে দের হাসান ও সারমাদা শহরে তুরস্ক ও পাকিস্তানের সহায়তায় তৈরি নতুন আবাসন প্রকল্পে ১০৮টি গৃহহীন পরিবার স্থানান্তর হতে চলছে। রিপোর্টে আরও জানানো হয়, বাশার আল আসাদের সরকারি সৈন্যদের হামলায় সাত লক্ষ আশি হাজার সিরিয়ান গৃহহীন হয়েছে।

যদিও চলতি বছরের মার্চ থেকে তুরস্ক ও রাশিয়ার এক চুক্তির মাধ্যমে ইদলিবে যুদ্ধবিরতি চলছে, এরফলে দুই লক্ষ চার হাজার মানুষ আবার ইদলিবে ফিরতে পারবে। তবুও প্রায়ই রাশিয়া ও ইরানের সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় নতুন করে আহত ও গৃহহীন হচ্ছে আরও মানুষ।

ইদলিবে নাগরিকদের জনজীবন সহজ করার জন্য তুরস্ক ভিত্তিক এনজিওগুলো বছরজুড়েই নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Exit mobile version