Site icon Jamuna Television

ইতালিতে নৌকায় আগুন লেগে তিন অভিবাসীর মৃত্যু

ইতালিতে নৌকায় আগুন লেগে তিন অভিবাসীর মৃত্যু

ইতালির দক্ষিণ উপকূলে নৌকায় আগুন লেগে ৩ অভিবাসীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। এদের সবাই অবৈধভাবে গ্রিস হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি উপকূলে প্রবেশ করছিলেন।

এ ঘটনায় গুরুতর আহত পাঁচ অভিবাসীকে বন্দর শহর ক্রতোনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় স্বাস্থ্য বিভাগের। এদিকে উদ্ধার অভিযানে অংশ নেয়া দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন এ ঘটনায়। তবে অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি।

স্থানীয় পুলিশ বিভাগের ধারণা, গ্রিস হয়ে ভূমধ্যসাগরে ইতালি প্রবেশের পরই আগুন লাগে নৌকাটিতে। এসময় নৌকাটিতে মোট ৩৪ জন অভিবাসী অবস্থান করছিলেন।

Exit mobile version