Site icon Jamuna Television

স্বপ্নের চাকরি, দ্বীপের কেয়ারটেকার খুঁজছে অস্ট্রেলিয়া, দেয়া হবে বেতনও

অনেকেই ভাবছেন এই ইট-কংক্রিটের শহর ছেড়ে কোন দ্বীপে গিয়ে থাকা যেতো। হ্যা, এবার আপনার এসেছে সেই সুযোগ।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গ্রেট বেরিয়ার রিফের একটি দ্বীপের জন্য কেয়ারটেকারের জন্য লোক লোখ খোঁজা হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। যদিও বেতন কত দিবে তা জানানো হয়নি।

কুইন্সল্যান্ডের পোর্ট ডগলাস থেকে ৯ মাইল দূরের ‘লো ইসলে’ ট্রপিকাল দ্বীপের জন্য কেয়ারটেকার চেয়ে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গ্রেট বেরিয়ার রিফ মেরিন পার্কের কর্তৃপক্ষ জানায়, কেয়ারটেকারের কাজ হবে দ্বীপ দেখেশুনে রাখা। দ্বীপেই বসবাস করতে হবে। দ্বীপের স্থাপনা ও সোলার প্যানেল, পাখি গণনা, ট্যুরিস্ট ব্যবস্থপনা মোট কথা দ্বীপের জীববৈচিত্র রক্ষার করা জন্য সবকিছু করতে হবে।

আবেদন করার জন্য বিস্তারিত: https://www.tenders.gov.au/Atm/Show/6205d4d6-0902-467e-a582-debd71aba0c1?PreviewMode=False

Exit mobile version