Site icon Jamuna Television

লাদাখ সীমান্তে আবারও ভারতের বিরুদ্ধে চীনের সামরিক আগ্রাসনের অভিযোগ

লাদাখ সীমান্তে আবারও চীনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের অভিযোগ এনেছে ভারত।

এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গেলো দু’দিন ধরে সীমান্তে নতুনভাবে উসকানিমূলক কর্মকাণ্ড শুরু করেছে চীন। এ ঘটনায় পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এরফলে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে লাদাখ।

বিবৃতিতে আরও বলা হয়, প্যাংগং হ্রদকে কেন্দ্র করে আবারও সামরিক সক্ষমতা বাড়িয়েছে চীন। যা, ঐ অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার পরিপন্থি। ভারতের স্বার্বভৌমত্তের জন্য হুমকি বলেও জানানো হয়।

লাদাখ সীমান্তে সেনা মোতায়েনকে কেন্দ্র করে গেলো কয়েক মাস ধরেই উত্তেজনা চলছে চীন ও ভারতের মধ্যে।

Exit mobile version