Site icon Jamuna Television

লেবাননের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোস্তফা আদিব

লেবাননের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোস্তফা আদিব। সোমবার, আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন দায়িত্ব।

দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, লেবাননের রাজনীতিতে প্রভাবশালী সুন্নি জোট ‘ফিউচার মুভমেন্ট ব্লক’ থেকেই তার নাম প্রস্তাব করা হয়। আদিব জার্মানিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন। লেবাননের রাজনীতিতে শিয়া প্রভাব জোরালো হলেও, বরাবরই সরকার পরিচালনায় থাকে সুন্নিরা।

চলতি মাসেই, বৈরুত বন্দরে মর্মান্তিক বিস্ফোরণে দু’শো মানুষের মৃত্যুতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। একইসাথে, ভেঙ্গে দেয়া হয় সরকার।

Exit mobile version