Site icon Jamuna Television

প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি

প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি

আরও সংকটাপন্ন হয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা। প্রায় ৩ সপ্তাহ কোমায় থাকার পর, সেপ্টিক শকে চলে গেছেন তিনি।

১০ আগস্ট দিল্লির একটি সামরিক হাসপাতালে, মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণে অস্ত্রোপচার হয় প্রণব মুখার্জির। তারপর থেকে ভেন্টিলেশন সাপোর্টে আছেন তিনি।

এর আগে, নমুনা পরীক্ষায় শনাক্ত হয় করোনাভাইরাস। দীর্ঘদিন সেবনকৃত ওষুধের প্রভাবে শুরু থেকে তার মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধে হিমশিম খাচ্ছিলেন চিকিৎসকরা। গেলো সপ্তাহে ফুসফুসেও সংক্রমণ শুরু হয়; যার প্রভাবে শকে চলে যান তিনি।

প্রসঙ্গত, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপ্রতি ছিলেন ৮৪ বছর বয়সী এই রাজনীতিক।

এদিকে, রোববার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন করোনা আক্রান্ত ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Exit mobile version