Site icon Jamuna Television

বেলারুশে আবারও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বেলারুশে আবারও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে বেলারুশে আবারও লাখো মানুষের বিক্ষোভ। রোববার লুকাশেঙ্কোর জন্মদিনেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

যদিও বিক্ষোভে পুলিশের অনুমতি ছিলো না। তারপরও রাজধানী মিনস্কের রাজপথ মুখরিত হয় আন্দোলনকারীদের স্লোগানে। এসময় বিক্ষোভকারীদের ঘিরে রাখে পুলিশ। আটক করা হয় ১২৫ জনকে।

রোববার ৬৬ বছরে পা দিলেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল ৯ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন লুকাশেঙ্কো। তবে ফলাফল প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা।

Exit mobile version