Site icon Jamuna Television

আমার কাছে ক্ষমতা হচ্ছে একটা দায়িত্ব: প্রধানমন্ত্রী

আমার কাছে ক্ষমতা হচ্ছে একটা দায়িত্ব। মানুষের জন্য ভাবা-বলা আর করা। শোকের মাসের শেষ দিন অনলাইনে ছাত্রলীগের আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নির্যাতন-নিপীড়নের মধ্যেও দেশের মানুষ আর নিজের আদর্শে অটল ছিলেন বঙ্গবন্ধু। তিনি স্মরণ করেন শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কথাও।

শেখ হাসিনা বলেন, শেখ মুজিবের আত্মত্যাগ বৃথা যায়নি, তার স্বপ্নে আর দেখানো পথেই চলছে দেশ। সেভাবেই যেনো এগিয়ে যাওয়া যায় এজন্য ছাত্রলীগকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

স্বাধীন দেশে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর দেশ কতটা পিছিয়ে পড়েছিলো, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সময়কার নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনাও করেন তিনি।

মহামারির সময় নিজেদের সর্বোচ্চ দিয়ে গরীব আর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তরুণ ছাত্রনেতাদের তিনি ধন্যবাদ দেন।

ইউএইচ/

Exit mobile version