Site icon Jamuna Television

নবনীতার কন্ঠে এবার ‘আমার মুক্তির আলোয় আলোয়’

নবনীতা চৌধুরী সংবাদমাধ্যমের মানুষ হিসেবেই সকলের কাছে একটু বেশি পরিচিত। এর আগে তিনি মরমী কবি ও বাউল শিল্পী হাছন রাজার গান নিয়ে এসেছিলেন। সেখান থেকেই সবাই জানতে পারেে তিনি ভালাে গাইতেও পারেন। এবার হাজির হলেন রবীন্দ্র সংগীত নিয়ে। এ গানের শিরােনাম ‘আমার মুক্তির আলোয় আলোয়’।

নতুন এই গানটির সংগীতায়ােজন করেছেন লাবিক কামাল গৌরব। তিনি নবনীতার স্বামীও। সহকারী পরিচালনা করেছেন রুমন আবদুল্লাহ। ক্যামেরা পরিচালনার দায়িত্বে ছিলেন, ফারহান আহমেদ রাফাত এবং পরিচালনার দায়িত্বে ছিলেন মনজু আহমেদ। জি-সিরিজের ইউটিউব চ্যানেলে নবনীতার ‘আমার মুক্তির আলোয় আলোয়’ গানটি প্রকাশ পেয়েছে।

দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক ও উপস্থাপকদের একজন নবনীতা চৌধুরী। খুব ছােটবেলা থেকেই রবীন্দ্র বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের ছাত্রী ছিলেন নবনীতা। কৈশাের থেকেই লালন আর লােকগানের চর্চায় আগ্রহী হয়ে ওঠেন তিনি।

উল্লেখ্য, ২০০৭ সালে আইয়ুব বাচ্চুর সঙ্গীতায়ােজনে নবনীতার প্রথম অ্যালবাম ‘আমি যন্ত্র, তুমি যন্ত্রী’ প্রকাশ পায়।

Exit mobile version