Site icon Jamuna Television

বিনা অপরাধে ২০ বছর কারাগারে কাটিয়ে মুক্ত জাহিদ

বিনা অপরাধে ২০ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন খুলনার রূপসা উপজেলার নারিকেলি চাঁদপুর গ্রামের জাহিদ শেখ।

সোমবার সন্ধ্যায় খুলনা কারাগার থেকে ছাড়া পান তিনি। স্ত্রী ও দেড় বছরের শিশু কন্যাকে হত্যার দায়ে ২০০০ সালের ২৫ জুন মৃত্যুদণ্ড দেয়া হয় জাহিদকে।

আইনজীবীরা জানান, ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি তার স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাহিদকে আসামি করে মামলা হয়। পরে তাকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত জাহিদকে মৃত্যুদণ্ড দেন।

রায়ের বিরুদ্ধে ওই বছরই উচ্চ আদালতে আপিল করেন তিনি। চলতি মাসের ২৫ আগস্ট উচ্চ আদালতের রায়ে খালাস পান জাহিদ।

ইউএইচ/

Exit mobile version