ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় ফল বিক্রেতার ছুরিকাঘাতে তারেক (১৫) নামে আরেক ফল বিক্রেতা নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত তারেক সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর গ্রামের সোবহান মিয়ার ছেলে।
নিহতের পিতা আব্দুস সোবহান ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বরোড মোড়ে ফল বিক্রি করেন তারেক। তার দোকানের পাশে আরও কয়েকটি দোকান রয়েছে। বিকেলে একজন ক্রেতা ফল কিনতে গেলে তারেক ও তার পাশের দোকানের ফল বিক্রেতা মনির ক্রেতাকে ডাকাডাকি করেন।
এই নিয়ে তারেক ও মনিরের মধ্যে বাকবিতণ্ডা হয়। অন্য দোকানদাররা বিষয়টি মিমাংসা করে দেন। এরপর সন্ধ্যায় তারেকের বাবা সোবহান মিয়া দোকানে গেলে বিষয়টি নিয়ে আরেক দফা বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মনির তার লোকজন নিয়ে তারেককে ছুরিকাঘাত করে।
পরে গুরুতর আহত অবস্থায় তারেককে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যায় সে।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি বলে এখনো কোন মামলা হয়নি।

