Site icon Jamuna Television

আজ থেকে পুরনো অবস্থায় ফিরেছে গণপরিবহনের ভাড়া

আজ থেকে পুরনো অবস্থায় ফিরেছে গণপরিবহনের ভাড়া

আজ থেকে পুরনো অবস্থায় ফিরেছে গণপরিবহনের ভাড়া। সেই সাথে উঠে গেছে এক সিট খালি রেখে যাত্রী পরিবহনের বিধান। এখন থেকে দুই সিটেই বসবেন যাত্রী।

সকাল থেকে রাজধানীতে দেখা গেছে গণপরিবহন গুলোতে আগের ভাড়া নেয়া হচ্ছে এতে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বাসের ভাড়া আগের নিয়মে নেয়া হচ্ছে কি না তাও তদারকি করছে আইনশৃঙ্খলা বাহিনী। করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে, দুই সিটে একজন যাত্রীকে নেয়ার অনুমতি দিয়ে গণপরিবহন চালু হয়েছিল। কিন্তু বাড়তি ভাড়া নেয়া হলেও ‘দুই-সিট এক যাত্রী’ নীতি কার্যকর হয়নি।

গত ২৯ আগস্ট সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে, ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

তবে গণপরিবহনের যাত্রী, চালক সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। হাত ধোয়ার জন্য থাকতে হবে পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার।

Exit mobile version