Site icon Jamuna Television

করোনা আক্রান্ত ডি মারিয়া, শঙ্কায় নেইমারও

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড ডি মারিয়া ও লিওনার্দো পারদেস।

সোমবার এই দু’জনের কোভিড টেস্টের ফল পজেটিভ আসলেও নাম গোপন রেখেছিল ফরাসি ক্লাবটি। তবে শেষ পর্যন্ত দুই আক্রন্ত ফটবলারের পরিচয় বেরিয়ে আসে।

চ্যাম্পিয়ন্স লিগ শেষে ছুটি কাটাতে স্পেনের ইবিজিয়া দ্বীপে যান পিএসজির ফুটবলাররা। সেখান থেকেই দুই ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর নিশ্চিত করেছে ইএসপিএন। আক্রান্ত হওয়ার শঙ্কা আছে একই জায়গায় ছুটি কাটাতে যাওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের। হেরার-নাভাসরাও আছেন ঝুঁকিতে।

Exit mobile version