Site icon Jamuna Television

এইচএম এরশাদ ও যমুনা গ্রুপের চেয়ারম্যানের স্মরণে জাপার মিলাদ মাহফিল

সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ ও যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল করেছে ধামরাই উপজেলা জাতীয়পাটি।

মঙ্গলবার দুপুরে ধামরাইয়ের জয়পুরা এলাকার জাতীয়পাটির কার্যালয়ে এ আয়োজন করে তারা। এতে উপজেলার জাতীয়পাটি আহবায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাইয়ের দুইবারের সাবেক এমপি ও জাতীয়পাটির ঢাকা জেলার সাধারণ সম্পাদক খান মো. ইসরাফিল খোকন।

এসময় আয়োজকরা দেশের জন্য তাদের অবদান গুলো তুলে ধরে আল্লাহ দরবারে দোয়া প্রার্থনা করেন। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Exit mobile version