Site icon Jamuna Television

আখাউড়ায় পুকুরে বিষ দিয়ে ৩ লাখ টাকার মাছ নিধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত গভীর রাতে পৌর শহরের রাধানগর তিতাস ব্রিজের পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মাছচাষি বরিশল গ্রামের এনামুল হক ডিপটি জানান, আখাউড়া পৌরশহরের রাধানগর এলাকায় ওই পুকুরে চলতি বছরের শুরুতে তেলাপিয়া, রুই, কাতল ও পাঙ্গাশ মাছসহ বিভিন্ন জাতের মাছ চাষ করছেন তিনি। কে বা কারা সোমবার রাতে ওই পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে ভেসে উঠে।

এদিকে, মঙ্গলবার সকালে খবর পেয়ে এনামুল হক ডিপটি ঘটনাটি স্থানীয় থানা পুলিশকে জানিয়েছেন।

Exit mobile version