Site icon Jamuna Television

কক্সবাজারে সাবেক পৌর কাউন্সিলরের ২০ কোটি টাকা জব্দ করলো দুদক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার নোবেলের ২০ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজারের চারটি ব্যাংক- বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের শাখায় তার নামে থাকা একাউন্ট থেকে এসব টাকা জব্দ করা হয়। মঙ্গলবার রাতে দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে গত ৩০ জুলাই অর্থপাচার বা মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তে সাবেক কাউন্সিলর নোবেলসহ কক্সবাজারের ১০ জনের ব্যাংক হিসাব তলব করেছিল দুদক। কক্সবাজারে বিভিন্ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে জমির মালিক থেকে কোটি টাকার ঘুষ নিয়ে সেই অর্থ পাচার করার অভিযোগ তদন্ত করতে ওই ১০ জনের ব্যাংক হিসাব চেয়েছিল দুদক।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো থেকে ১০ জনের ব্যাংক হিসাবের বিস্তারিত চাওয়া হয়েছিল। একই সাথে ব্যাংকের কাছে ওই ব্যক্তিদের নামে অথবা তাদের পরিবারের কোন সদস্য বা তাদের প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক একাউন্টের লেনদেনের হিসাবও তলব করা হয়েছিল।

Exit mobile version