Site icon Jamuna Television

অসুস্থ সন্তান সংকটাপন্ন, ‘হতাশা থেকেই মায়ের আত্মহত্যার চেষ্টা’

রাজধানীর লালমাটিয়ায় ঢাকা শিশু ও নবজাতক জেনারেল হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে রিমা নামে এক নারী আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিন বছর বয়সী অসুস্থ সন্তান সংকটাপন্ন অবস্থায় ছিলো। সন্তানের শারীরিক অবস্থা নিয়ে তিনি হতাশাগ্রস্থ ছিলেন। সন্ধ্যায় হতাশার কারণেই হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়েছেন বলে ধারণা স্বজনদের।

চিকিৎসকরা জানিয়েছেন, তার সন্তানের অবস্থা তেমন ভালো না। তার শ্বাসনালিতে খাবার ঢুকেছে। এটা শুনার পরে রিমা সন্ধ্যার দিকে কেবিনের বাইরে যায়। এর কিছুক্ষণ পরই তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

Exit mobile version