Site icon Jamuna Television

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ‘ড্র’ করলো পাকিস্তান

শেষ টি-২০ তে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে পাকিস্তান। ওল্ড ট্র্যাফোর্ডে মইন আলীর ঝড়ো ব্যাটিংয়ের পরও ৫ রানে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৯০ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ৫২ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন মোহাম্মদ হাফিজ। ২য় সর্বোচ্চ ৫৪ রান আসে হায়দার আলীর ব্যাট থেকে। ক্রিস জর্ডান নেন ২ উইকেট।

১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। ৬৯ রানে হারায় টপ অর্ডারের চার উইকেট। এরপর মইন আলীর ৬১ রানের ঝড়ো ইনিংসে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত ১৮৫ রানেই থামে ইংলিশদের ইনিংস। দু’টি করে উইকেট শিকার করেন শাহীন শাহ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ।

সিরিজ সেরা হয়েছেন টানা দুই ম্যাচে অর্ধশতক করা মোহাম্মদ হাফিজ।

Exit mobile version