Site icon Jamuna Television

খেলায় ফেরার তাড়নায় দেশে ফিরলেন সাকিব

সাকিব আল হাসান। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রে লম্বা সময় কাটিয়ে দেশে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রায় সাড়ে ৫ মাস পর বুধবার ভোর রাতে ঢাকায় ফিরেছেন তিনি। জানা গেছে, বনানীর বাসায়ই উঠেছেন তিনি। বিধি মোতাবেক করোনাভাইরাস পরীক্ষা করাবেন। ফল ‘নেগেটিভ’ এলে মাঠে ফেরার প্রস্তুতি শুরু করবেন।

করোনা পরিস্থিতির মাঝে গত মার্চে যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে গিয়েছিলেন সাকিব। এপ্রিলের শেষ দিকে পৃথিবীর আলোয় আসে তার দ্বিতীয় সন্তান।

গত বছর অক্টোবরে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে তা না জানানোর অপরাধে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। সে হিসেবে আগামী ২৯ অক্টোবর থেকে আবার তিনি আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফিরতে পারবেন। নিষেধাজ্ঞার নিয়ম অনুযায়ী, বিসিবির কোনো ধরনের সুযোগ-সুবিধা তিনি ব্যবহার করতে পারবেন না। সাকিব তাই বেছে নিয়েছেন তার প্রিয় প্রতিষ্ঠান বিকেএসপিকে। সেখানেই করবেন অনুশীলন।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর সামনে। প্রথম টেস্টে শেষ হওয়ার পর উঠে যাচ্ছে তার নিষেধাজ্ঞা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক’দিন আগেই জানিয়েছিলেন, দ্বিতীয় টেস্ট থেকেই খেলানো হবে সাকিবকে।

Exit mobile version