Site icon Jamuna Television

ব্যোমকেশ চরিত্রে আবারও আবীর, শীতে আসছে পরমব্রত

ব্যোমকেশ চরিত্রে আবারও আবীর, শীতে আসছে পরমব্রত

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ বক্সী’ নিয়ে এ পর্যন্ত যত ছবি হয়েছে, সবই মোটামুটি হিট। একের পর এক ছবি হিট হয়েছে, পাল্লা দিয়ে প্রধান চরিত্রের মুখ ও পরিচালক বদলেছে। আর সে সব কাণ্ড নিয়ে টলিউড সরগরম হয়েছে।

আবীর চট্টোপাধ্যায়কে নিয়ে আবারও ব্যোমকেশের ছবি করার পরিকল্পনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস। কেউ বলতেই পারেন, আবীরই তো ব্যোমকেশ ছিল। কিন্তু ব্যাপার হল, মাঝে শোনা যাচ্ছিল ব্যোমকেশের চরিত্রে নতুন মুখ এবং নতুন পরিচালক নেয়া হবে। খবর- আনন্দবাজার পত্রিকা।

ব্যোমকেশ পর্ব এখানেই শেষ নয়। একই সময়ে দুই অভিনেতা, একই চরিত্রে অভিনয় করছেন তা বোধহয় শুধু টলিউডেই সম্ভব! পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ব্যোমকেশ এই পূজায় মুক্তি পাওয়ার কথা ছিল। ‘দুর্গরহস্য’ করোনা পরিস্থিতিতে শুট করা সম্ভব নয়। রাজস্থানে আউটডোর শুটের পরিকল্পনা ছিল। সবটাই আপাতত বাতিল করা হয়েছে।

তবে পরমব্রত জানালেন, শীতকালে তারা ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে এখানেও ছোট্ট গিঁট আছে।

পরমব্রত অভিনীত ব্যোমকেশের মেন্টর অঞ্জন দত্ত আর পরিচালক ছিলেন সায়ন্তন ঘোষাল। আগের ছবিটির সময়ে মেন্টর-ডিরেক্টরের মনোমালিন্য হয়েছিল। যে কারণে সায়ন্তনের অজ্ঞাতে, মেন্টর নতুন পরিচালক খোঁজা শুরু করে দিয়েছিলেন।

Exit mobile version