Site icon Jamuna Television

বেনাপোল বন্দরে বোমা বিস্ফোরণ: বন্দরজুড়ে আতঙ্ক

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল স্থল বন্দরের ২৩ নম্বর শেডের মধ্যে একটি শক্তিশালী হাত বোমা বিস্ফোরিত হয়েছে। আজ বুধবার বিকেলে বোমাটি মোটরপার্টসের একটি চালানের মধ্যে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ
হতাহত হয়নি। তবে বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর সিএন্ডএফ এজেন্টস ও লেবাররা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দরের ২৩ নং সেডের মধ্যে রাখা মোটরপার্টসের কাঠের কার্টুনের ফাঁকে হঠাৎ করে সুতলি দিয়ে পেঁচানো একটি হাত বোমা বিস্ফোরিত হয়। পরে থানা পুলিশকে খবর দিলে তারা এসে আলামত সংগ্রহ করে নিয়ে যান।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

ইউএইচ/

Exit mobile version