Site icon Jamuna Television

ফেনীতে চার হাজার ভারতীয় ডেক্সিন ট্যাবলেট উদ্ধার

ফেনী প্রতিনিধি :

ফেনীতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার ভারতীয় ডেক্সিন ট্যাবলেট উদ্ধার করেছে। বুধবার ভোরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রাম থেকে এসব ভারতীয় ডেক্সিন ট্যাবলেট উদ্ধার কর হয়।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান জানান, বুধবার ভোরে ফেনী ৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দেবপুর সীমান্ত চৌকির (বিওপি) জোয়ানরা সীমান্তবর্তী জয়নগর গ্রামে নিয়মিত টহলে যায়। এ সময় চোরাকারবারিরা ৩ হাজার ৯৫০টি ভারতীয় ডেক্সিন ট্যাবলেট ফেলে পালিয়ে যায়।

তিনি জানান, উদ্ধার হওয়া ভারতীয় ডেক্সিন ট্যাবলেটগুলোর বাজার মূল্য ধরা হয়েছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা।

ইউএইচ/

Exit mobile version