Site icon Jamuna Television

স্বামীর সম্পত্তির ভাগ পাবেন বিধবা হিন্দু নারীরা

স্বামীর কৃষি ও অকৃষি সব ধরনের সম্পত্তিতে অংশীদার হতে পারবেন হিন্দু বিধবা নারীরা। বুধবার বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরীর একক ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন। মৃত জৌতিন্দ্রনাথ মণ্ডল ও শিবপদ মণ্ডল বনাম গৌরিদাস মামলার রায়ে আদালত এই অধিকার দেন।

এর আগে বাংলাদেশে হিন্দু উত্তরাধিকারিত্বে যারা মৃত ব্যক্তির শ্রাদ্ধে শাস্ত্রমতে পিণ্ডদান করতে পারে তারাই মৃত ব্যক্তির একমাত্র সম্পত্তির উত্তরাধিকার। নারীদের উত্তরাধিকারের ক্ষেত্রে চরম উদাসীনতার ফলস্বরূপ হিন্দু নারীরা পিতা বা স্বামী উভয়ের সম্পত্তি থেকে বঞ্চিত হয়।

২০১২ সালের ৭ আগস্ট আইন কমিশন হিন্দু নারীদের সম্পত্তির সমান ভাগ দেওয়ার জন্য একটি নতুন আইনের সুপারিশ করে। কিন্তু সেই সুপারিশ ওই পর্যন্তই। এ নিয়ে আর কোনো কাজ হয়নি। পার্শ্ববর্তী দেশ ভারতে হিন্দু নারীরা বাবা ও স্বামীর সম্পত্তির ভাগ পাচ্ছেন।

ইউএইচ/

Exit mobile version