Site icon Jamuna Television

নোয়াখালীতে প্রতিষ্ঠান খোলার অপরাধে ২টি বেসরকারি বিদ্যালয়কে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে ২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সরেজমিনে গিয়ে ওই দুই প্রতিষ্ঠান তাদের অ্যাকাডেমিক কার্যক্রম খোলা ও আবাসিক কার্যক্রম পরিচালনা করার অপরাধে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল ওই দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজকে ২০,০০০ হাজার টাকা ও কামরুজ্জামান স্কুল অ্যান্ড কলেজকে ৫০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল জানান, বর্তমানে করোনাভাইরাসের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ ঘোষণা করেছে। তারা সেই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে আমরা খবর পেয়ে সেখানে গিয়ে সরেজমিনে তাদের অ্যাকাডেমিক কার্যক্রম গুলো দেখতে পাই এবং এর উপর ভিত্তি করে ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

ইউএইচ/

Exit mobile version