Site icon Jamuna Television

দিনাজপুর জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড, রক্ষা পেলো শতাধিক রোগী

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতাল ভবনের মাঝখানে খোলা জায়গায় থাকা পরিত্যাক্ত বিছানার চাদর, ফোমসহ অন্যান্য জিনিসের স্তুপ থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পার্শ্ববর্তী মূল ভবনের ষ্টোররুমে ছড়িয়ে পড়লে হাসপাতালের ডাক্তার, নার্স ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

আগুন লাগার পরই পুরো এলাকা ধোয়ায় অন্ধকারাছন্ন হয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে হাসপাতালে ভর্তি ৮০ জন রোগীকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতির কোন হিসাব পাওয়া যায়নি। শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস।

এদিকে আগুন লাগার খবর পেয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

Exit mobile version