Site icon Jamuna Television

নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোটার, মাদারীপুর:

নাব্য সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে গত পাঁচ দিন থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ায় আজ সকাল সাড়ে সাতটা থেকে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। এছাড়া, এই রুটে দুর্ঘটনা এড়াতে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে।

আজ সকালে ফেরি চলাচল শুরু হলে পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে নাব্য সংকটের কারণে মাঝ পদ্মায় আটকে যায় দুটি ফেরি। এরপরই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। পরে মাইকিং করে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে বিআইডব্লিউ কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কয়েকশ পণ্যবাহী ট্রাক ও পরিবহন আটকে পড়েছে। তবে, লঞ্চ ও স্পীডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পীডবোট পদ্মায় চলাচল করছে। এই রুটে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় দৌলদিয়া-পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে।

কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। দুর্ভোগ এড়াতে যাত্রী ও চালকদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

Exit mobile version