Site icon Jamuna Television

হিলিয়াম বেলুনে ঝুলে এভারেস্টের সমান উচ্চতায় ব্লেইন!

হিলিয়াম বেলুনে ঝুলে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় ওঠার দুঃসাহসী কীর্তি গড়লেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। বুধবার অ্যারিজোনার মরুভূমি এলাকা থেকে যাত্রা শুরু করেন ডেভিড ব্লেইন। প্রায় এক ঘণ্টা পর প্যারাসুটের সহায়তায় নিরাপদে মাটিতে নেমে আসেন তিনি।

স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ৫০টি হিলিয়াম বেলুন একত্রে বেঁধে উড়তে শুরু করেন ব্লেইন। আধ ঘণ্টার মধ্যে উঠে যান প্রায় এভারেস্ট শৃঙ্গের সমান উচ্চতায়। শেষ পর্যন্ত ২৪ হাজার ৯০০ ফুট উচ্চতা থেকে বেলুন ছেড়ে দেন তিনি। পুরো অভিযানটি সরাসরি সম্প্রচার করা হয় সামাজিক মাধ্যমে।

৪৭ বছর বয়সী ব্লেইন মূলত জাদুকর হিসেবে পরিচিত। তবে, মাটিচাপা থাকা, বরফে আটকে থাকাসহ নানা ধরনের দুঃসাহসী কাজের জন্য আলোচিত তিনি।

Exit mobile version