Site icon Jamuna Television

পুলিশের বডিক্যামে ধারণ হওয়া ভিডিওতে কৃষ্ণাঙ্গ হত্যার দৃশ্য

এবার খোদ নিউইয়র্কে পুলিশী নির্যাতনে কৃষ্ণাঙ্গ হত্যার ভিডিও প্রকাশ পেলো। বর্ণবাদবিরোধী আন্দোলন চলাকালেই জনসম্মুখে এলো মার্চ মাসের ভিডিওটি।

পুলিশের বডিক্যামে ধারণ হওয়া ভিডিওতে দেখা যায়, ৪১ বছরের ড্যানিয়েল প্রুডকে নির্যাতনের দৃশ্য। পুলিশের একটি দল মানসিক ভারসাম্যহীন-বিবস্ত্র ঐ ব্যক্তির মাথায় বেঁধে দেয় পলিথিন ব্যাগ। এ সময়, তার হাতও ছিলো বাঁধা। আতঙ্কে ছটফট করে জ্ঞান হারান তিনি। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তির এক সপ্তাহ পর মারা যান প্রুড।

পারিবারিক আইনজীবীর দাবি, ভিডিওটি হাতে না পাওয়ায় পুলিশের অপরাধ এতোদিন সামনে আনা যায়নি। ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল। তবে, সংশ্লিষ্ট কোন পুলিশ সদস্যই বরখাস্ত হননি।

Exit mobile version