Site icon Jamuna Television

অনেক গরম, বিমানের ইমারজেন্সি দরজা খুলে পাখার ওপর পায়চারি করলেন নারী!

বিমানের ভিতরটে অনেক গরম। তাই মুক্ত বাতাস নিতে ইমারজেন্সি দরজা খুলে, বিমানের পাখার উপরে পায়চারি করলেন এক নারী। এ ঘটনা ঘটেছে ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে।

জানা গেছে, দুই সন্তানের মা ওই নারী তুরস্ক থেকে ছুটি কাটিয়ে বাণিজ্যিক বিমানে দেশে ফেরেন। বিমান ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে অবতরণ করার পর অত্যন্ত গরম বোধ করেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের জানিয়ে কোন সমাধান না পেয়ে নিজেই ইমারজেন্সি দরজা খুলে পাখার ওপরে নেমে পড়েন। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আবার ভিতরে প্রবেশ করেন। এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ পেলে তা ভাইরাল হয়ে যায়।

The Sun-র রিপোর্ট অনুযায়ী, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। পরে ওই নারীর শারীরিক পরীক্ষা করা হয় মাদকাসক্ত বা মানসিক ভারসাম্যহীন কিনা। কিন্তু তার কোন প্রমাণ পাওয়া যায়নি। তিনি জানান, গরম লাগার কারণেই এরকম করেছেন।

Exit mobile version