Site icon Jamuna Television

ঘোড়াঘাটের ইউএনও ও তার বাবাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। মারাত্বক জখম অবস্থায় ইউএনওকে রংপুর কমিউনিটি হাসপাতাল ও তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, রাত তিনটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ওয়াহিদা খানম ও তার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন করছে র‍্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। কারা এবং কী কারণে ইউএনও ও তার বাবার ওপর হামলা করেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

Exit mobile version